ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

এশিয়া কাপজয়ী মুডিকে ছাড়তে বাধ্য হল শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ২০ সেপ্টেম্বর ২০২২

টম মুডি

টম মুডি

Ekushey Television Ltd.

মধ্য অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ক্রিকেট ডিরেক্টর টম মুডির সঙ্গে সর্ম্পক ছিন্ন করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। লঙ্কান বোর্ডের খরচ বহনে সক্ষমতা না থাকায় এই অস্ট্রেলিয়ানকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানানো হয় স্থানীয় গণমাধ্যমে।

এসএলসির পক্ষ থেকে জানানো হয়েছে- তিন বছরের চুক্তি থাকলেও এক বছর শেষেই দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে ক্রিকেট ডিরেক্টর হিসেবে শ্রীলঙ্কার বোর্ডে যুক্ত করা হয় মুডিকে। এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে দলের পারফরমেন্সে উন্নতি করা ও দেখভালের দায়িত্ব ছিলো মুডির। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ছেড়ে দেয়া হল তাকে। যদিও এবারের এশিয়া কাপ জিতে নিজের কাজের প্রমাণ দেন মুডি।

এসএলসির সচিব মোহন ডি সিলভা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, মুডির সাথে মৌখিকভাবে সম্পর্ক শেষ করা হয়েছে।

সূত্রের খবর, মুডিকে রাখতে যে খরচ হচ্ছিল, তা আর বহন করতে পারছেন না বোর্ড। বছরে ১শ দিন শ্রীলঙ্কায় থাকার জন্য প্রতিদিন ১,৮৫০ ডলার করে নিতেন মুডি। এর বাইরে ছিল যাতায়াত এবং থাকা-খাওয়ার খরচ। শ্রীলঙ্কার বর্তমান আর্থিক পরিস্থিতি মোটেও ভালো নয়। তাই মুডিকে ধরে রাখাটা কঠিন হচ্ছে বোর্ডের।

মুডিকে ছাড়লেও, লঙ্কান বোর্ড ঐ পদের জন্য এমন একজনকে চাইছে, যে কি-না শ্রীলঙ্কায় থাকতে পারবে এবং ক্রিকেট দলকে বেশি সময় দিবে। তাই এই পদে দেশেরই কোনও সাবেক ক্রিকেটারকে নিয়োগের সম্ভাবনা উজ্জল।

চলতি মাসের শেষেই শ্রীলঙ্কা ছাড়বেন মুডি। যদিও এসব নিয়ে এখনও কোনও বিবৃতি দেননি ৫৬ বছর বয়সী সাবেক এই অস্ট্রেলিয়ান অধিনায়ক। তার অধীনেই চমক দেখিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি