ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫

আবারও গোল্ডেন ডাক সাকিবের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ২৩ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মাঠের চমক যেনো হারিয়ে গেছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের। দেশের হয়ে খেলা সাম্প্রতিক ম্যাচগুলো তারই প্রমাণ। কোনভাবেই যেনো নিজের জায়গাতে ফিরে আসতে পারছেন না এই ক্রিকেট তারকা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গোল্ডেন ডাকের কবলে তিনি। এক দিনের বিরতি দিয়ে মাঠে নামলেও ভালো কিছু করতে পারেননি, বরং পূর্বের ম্যাচের মতেই মারলেন গোল্ডেন ডাক।

বৃহস্পতিবার বল হাতে ২ উইকেট নিলেও পূর্বের ম্যাচের ধারাবাহিকতা রেখেছেন সাবিক। যদিও আগের ম্যাচের মতো এবারও জিতেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। 

সেন্ট লুসিয়া কিংসকে ৪ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়েছে দলটি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অষ্টম ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়েছে গায়ানা। ৭ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলা ত্রিনবাগো নাইট রাইডার্সকে টপকে পাঁচে তারা। ২ ম্যাচ বেশি খেলে চারে থাকা সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের চেয়ে এক পয়েন্ট পেছনে গায়ানা।

ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নেন সাকিব। প্রথম বলে সিঙ্গেল দেওয়ার পর দুটি ডট বল। চতুর্থ বলে ফাফ ডু প্লেসির ব্যাটে ডিপ মিড উইকেট দিয়ে চার হজম করেন তিনি। পরের বলে ইনিংসের প্রথম ছক্কা দেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে। প্রথম ওভারে বাঁহাতি স্পিনার দেন ১১ রান।

সপ্তম ওভারে আগেরটির চেয়ে নিয়ন্ত্রিত বোরিং করেন সাকিব। অবশ্য ডু প্লেসি আরেকটি চার মারেন। ৭ রান দেন ওভারটিতে।

নিরোশান ডিকবেলা ও ডু প্লেসি যখন ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেন, তখন ইমরান তাহির ব্রেকথ্রু আনেন। ১৩২ রানের জুটি তিনি ভেঙে দেন ডিকবেলাকে (৩৬) ফিরিয়ে। এরপর সাকিব দ্বিতীয় স্পেলে বল হাতে নেন। পান সাফল্য। ১৫তম ওভারে অ্যাডাম হোসেকে (১) ফেরান স্টাম্পিংয়ে। তৃতীয় ওভারে ১ রান দিয়ে নেন ১ উইকেট।

নিজের শেষ ওভারে ৩৫ বছরের এই স্পিনার পান দ্বিতীয় উইকেট। প্রথম দুই বলে দুটি ছক্কা মারেন ডেভিড উইজ। তৃতীয় বলে তাকে এলবিডব্লিউ করে থামান সাকিব। ১৪ রান দিয়ে ওই ওভারে ১ উইকেট নেন।

৪ ওভার শেষে সাকিব ৩৩ রান খরচায় নেন ২ উইকেট। ডু প্লেসির ১০৩ রানের কল্যাণে সেন্ট লুসিয়া ৫ উইকেটে ১৯৪ রান করে।

জবাব দিতে নেমে চন্দ্রপল হেমরাজ ও রহমানউল্লাহ গুরবাজের ৮১ রানের জুটিতে দারুণ শুরু করে গায়ানা। কিন্তু অষ্টম ওভারে এই জুটি ভাঙার পর বড় ধাক্কা খায় তারা। ২৯ রানে হেমরাজ ও ৫২ রানে গুরবাজ বিদায় নিলে সাকিব ওই ধাক্কা সামলাতে পারেননি। নবম ওভারে তাকে প্রথম বল খেলেই বিদায় নিতে হয়। মার্ক ডেয়ালের টানা দ্বিতীয় শিকার হন তিনি।

হোপের অপরাজিত ৫৯ রান ও অধিনায়ক শিমরন হেটমায়ারের ৩৬ রানের কার্যকরী ইনিংসে জিতে যায় গায়ানা। ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান করে তারা।  
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি