ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি ফারজানা পিঙ্কির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ২৭ সেপ্টেম্বর ২০২২

ফারজানা হক পিঙ্কি

ফারজানা হক পিঙ্কি

Ekushey Television Ltd.

আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় সাত ধাপ এগিয়েছেন ফারজানা হক পিঙ্কি। ৪৫২ রেটিং নিয়ে ৪৬তম স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ নারী দলের এই ওপেনার।

সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পান ফারজানা। কোভিডে আক্রান্ত হবার কারণে আসরের শুরুর দিকে খেলতে পারেননি তিনি। দুই ম্যাচে একটি ফিফটিসহ ৭২ রান করেন পিঙ্কি। 

ফাইনাল ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭টি চারে ৫৫ বলে ৬১ রান করেন এই ডানহাতি অপেনার। যে ম্যাচে আইরিশদের হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ।

মঙ্গলবার নারী ক্রিকেট র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এতে, ফারাজানার মতো উন্নতি হয়েছে মিডল-অর্ডার ব্যাটার রুমানা আহমেদেরও। যদিও মাত্র এক ধাপ উন্নতি হয় তার। ৩৭১ রেটিং নিয়ে ৬২তম স্থানে উঠেছেন রুমানা। ফাইনালে ২১ রানসহ পুরো আসরে ৬০ রান করেন তিনি।

বাংলাদেশ নারী দলের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। যদিও এবারের হালনাগাদে অবনতি হয়েছে তার। দুই ধাপ পিছিয়ে ২৬তম স্থানে আছেন নিগার। তার রেটিং ৫৪২। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। তার রেটিং ৭৪৩।

এদিকে, বোলিং র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে ১৩ নম্বরে আছেন টাইগ্রেস স্পিনার সালমা খাতুন। বাংলাদেশিদের মধ্যে সালমা-ই আছেন সেরা অবস্থানে। তার রেটিং ৬২৯। সালমার পর ৫৩০ রেটিং নিয়ে ৩২তম স্থানে আছেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার।

বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ রানে ৩ উইকেট নিয়ে বোলারদের তালিকায় চার ধাপ এগিয়েছেন রুমানা, আছেন ৫৬তম স্থানে।

তবে বড় লাফ দিয়েছেন সানজিদা আক্তার মেঘলা। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬ রানে ২ উইকেট নিয়ে ১৩ ধাপ এগিয়েছেন তিনি। তার অবস্থান এখন ৬৬ নম্বরে।

অন্যদিকে, টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে সালমা খাতুনই। ২৭০ রেটিং নিয়ে অষ্টম স্থানে আছেন তিনি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি