ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

শিরোপা ধরে রাখতে ‘১১০ ভাগ’ দিয়ে খেলবেন জ্যোতিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

এক অক্টোবর থেকে সিলেটে মাটিতে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটের অষ্টম আসর। এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ। লক্ষ্য শিরোপা ধরে রাখার, আর সেই লক্ষ্যে ১১০ পারসেন্ট উজাড় করে দিবেন টাইগ্রেসরা।

২০১৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে হওয়া সর্বশেষ আসরের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তোলে বাংলাদেশ নারী দল। তাইতো শিরোপা ধরে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশ নারী দলের জন্য। 

সেই চ্যালেঞ্জে জিততে ১১০ ভাগ উজাড় করে দেয়ার কথা বললেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মঙ্গলবারই দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফিরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন জ্যোতি। আসন্ন এশিয়া কাপ নিয়ে দলের লক্ষ্যের কথা সংবাদমাধ্যমকে তুলে ধরেন অধিনায়ক।

শিরোপা ধরে রাখার ব্যাপারে কতটুকু আশাবাদী- এমন প্রশ্নের জবাবে নিগার সুলতানা বলেন, ‘১১০ পারসেন্ট অবশ্যই। কারণ নিজের মাটিতে খেলা এবং টিম ভালো অবস্থানে আছে। তাই অবশ্যই চাইবো ঘরের শিরোপা ঘরে রাখতে।’

জ্যোতি আরও বলেন, ‘আমি আমাদের দিক থেকে চিন্তা করছি, কারণ আমরা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমাদের দলে অনেকেই আছে, যারা আগের এশিয়া কাপে খেলেছে। তাই তারা সবাই অভিজ্ঞ। ঘরের মাঠে যেহেতু খেলা, নিজেদেরকে এগিয়ে রাখাই উচিত।’

সদ্যই বিশ্বকাপ বাছাই পর্বে খেলার কারণে এশিয়া কাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়া সম্ভব হয়েছে বলেও জানান নিগার। তিনি বলেন, ‘যেহেতু আমরা ভালো একটা প্রস্তুতি পেয়েছি। চ্যাম্পিয়নশিপের মতো বড় অনুপ্রেরণা কিন্তু কিছু হতে পারে না, আমার মতে। সেক্ষেত্রে আমার মনে হয়, সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করে এসেছি। যেটা পুরো দলকে উজ্জীবিত করছে।’

এশিয়া কাপে টিম কম্বিনেশন ঠিক থাকলে এবং নিজেদের সেরাটা দিতে পারলে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন নিগার। তিনি বলেন, ‘আমাদের জন্য বাছাই পর্ব সেরা প্রস্তুতি ছিল, কারণ ম্যাচ প্র্যাকটিসের চেয়ে ভালো কোনও প্রিপারেশন হতে পারে না। যেহেতু আমরা এই ফরম্যাটেই খেলে এসেছি, তাই এশিয়া কাপে এটি আমাদের অনেক বেশি সাহায্য করবে। কারণ কম-বেশি দল কিন্তু আমরা একই পাচ্ছি। আমরা একসঙ্গে খেলছি। এশিয়া কাপে যদি টিম কম্বিনেশন ঠিক থাকে, দল হিসেবে খেলতে পারি, আমার কাছে মনে হয়, এশিয়া কাপে ভালো একটা ফল হবে।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি