ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

টি-২০’তে ডাবল সেঞ্চুরি দীর্ঘদেহি কর্নওয়ালের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহি ও স্থুল অলরাউন্ডার রাকিম কর্নওয়াল। যুক্তরাষ্ট্রের টি-২০ প্রতিযোগিতা আটলান্টা ওপেনে তাণ্ডব চালিয়েছেন তিনি। তার ব্যাটে ভর করে ১ উইকেটে আটালান্টা ফায়ার সংগ্রহ করে ৩২৬ রান। যে ম্যাচে ডাবল সেঞ্চুরি হাকিয়েছেন এই খেলোয়াড়।

ওই ম্যাচে ওপেন করতে নেমে কর্নওয়াল ৭৭ বলের মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ২২টি ছক্কা এবং ১৭টি চার মেরেছেন তিনি। তিনি মোট রান করেছেন ২০৫। এর মধ্যে বাউন্ডারি থেকেই তুলেছেন ২০০ রান। অর্থাৎ বাকি ৩৮ বলের মুখোমুখি হয়ে মাত্র পাঁচটি সিঙ্গেল নিয়েছেন তিনি।

তার ওই ব্যাটিং তাণ্ডবের দিনে প্রতিপক্ষ স্কোয়ার ড্রাইভ পাত্তাই পায়নি। দলটি ৮ উইকেটে মাত্র ১৫৪ রানে আটকে যায়। আটালান্টা ওপেন যুক্তরাষ্ট্রের ১৬ দল নিয়ে তাদের ৪ গ্রুপে ভাগ করে আয়োজিত টি-২০ টুর্নামেন্ট। লিগের চ্যাম্পিয়ন দল ৭৫ হাজার ডলার বা প্রায় ৭৭ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে।

উল্লেখ্য, রাকিম কর্নওয়াল ওয়েস্ট ইন্ডিজের হয়ে নয়টি টেস্ট খেলেছেন। বেশ কিছু লিস্ট ‘এ’ এবং টি-২০ লিগ ম্যাচ খেললেও জাতীয় দলে সাদা বলে অভিষেক হয়নি ২৯ বছর বয়সী দীর্ঘদেহি ও স্থুল অলরাউন্ডারের। সিপিএল ফাইনালেও ৯১ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি