ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

ভারতের কাছে ৫৯ রানে হারলো বাংলার মেয়েরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

নারী এশিয়া কাপে আজকের ম্যাচে ৫৯ রানে হারলো বাংলাদেশ। ভারতের দেওয়া ১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১০০ রান করে থামে টাইগ্রেসরা। হার নিয়ে মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল। চার ম্যাচে এটি দ্বিতীয় হার বাংলাদেশের।

রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় ধীরগতিতে। শুরুতে উইকেট না পড়লেও রান ওঠেনি স্কোরবোর্ডে। পাওয়ার প্লে থেকে আসে মাত্র ৩০ রান।

দুই ওপেনারই বেশি বল খেলে কম রান করেন। এতে চাপে পড়ে যায় বাংলাদেশ।

ফারজানা ৪০ বলে ৩০ ও মুর্শিদা ২৫ বলে ২১ রান করেন। জ্যোতি এসে চেষ্টা করছিলেন, কিন্তু রানরেট বেশি হওয়ায় তিনিও কিছু করতে পারেননি।

বাংলাদেশ অধিনায়ক ২৯ বলে ৩৬ রান করেন সর্বোচ্চ। শেষ দিকে বাংলাদেশের উইকেটের মিছিল দেখা যায়। ৯১ থেকে ৯৫ পর্যন্ত ৪ রানে হারায় ৪ উইকেট। এর আগে বোলিংটাও ছিলো এলোমেলো। ম্যাচসেরার পুরষ্কার পান শেফালি।    

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি