ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

দৈনিক ভিত্তিতে শ্রীরাম কত বেতন নিচ্ছেন, জানেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ১১ অক্টোবর ২০২২

শ্রীধরন শ্রীরাম

শ্রীধরন শ্রীরাম

Ekushey Television Ltd.

দীর্ঘ সময় ধরেই টি-টোয়েন্টিতে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। তাইতো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয় ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে। কাগজে-কলমে পরামর্শক হলেও টি-টোয়েন্টি দলের শেষ কথা বলতেই শ্রীরাম।

রাসেল ডোমিঙ্গোর স্থলাভিষিক্ত হয়ে টাইগার টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েই নতুন নতুন ধারণা এনে দিতে চেয়েছেন শ্রীরাম। ‘ক্রিকেটারদের কাছ থেকে পারফরম্যান্স নয়, ইম্প্যাক্ট চাই’-ভারতীয় কোচের এমন কথায় শোরগোল পড়ে যায় ক্রিকেট পাড়ায়। যদিও এবারের এশিয়া কাপ ও চলমান ত্রিদেশীয় সিরিজে দলের শ্রীবৃদ্ধি ঘটেনি এতটুকুও। দুর্বল প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জয় ছাড়া।

এমন অবস্থায় দলের প্রতি ভরসা হারিয়ে ফেলছেন সমর্থকরা। বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খুবই বাজে কিছু অপেক্ষা করছে বাংলাদেশ দলের জন্য।

অবশ্য এ বিষয়ে একমত নন শ্রীরাম। তিনি মনে করেন, নিজেদের শক্তিতে বিশ্বাস রেখে বিশ্ব আসরে দারুণ কিছু করবে তার দল। 

ভালো ফলাফলের জন্য ধৈর্য রাখার অনুরোধ করে টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট বলেন, ‘আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি। যারা সামনের দিনগুলোতে ভালো করবে, এমন একটা স্কোয়াড পেয়ে গেছি। আমরা বিশ্বকাপের অপেক্ষায়ও আছি। সবকিছুর উত্তর পাবে সবাই। দল ঠিকঠাক করে ফেলবো। দল যে ব্র্যান্ডের ক্রিকেট খেলবে, নিশ্চিতভাবেই বাংলাদেশকে গর্ব উপহার দিতে পারবো।’

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা চান আরও সময় দিতে। যেমনটা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তাদের ভাবনায় দুই বছর পরের বিশ্বকাপ!

সে যাই হোক না কেন, টাইগার ক্রিকেটে এই নতুন নতুন কনসেপ্ট আর বুলি আওড়ানো শ্রীরামের অধীনে দলের কতটুকু শ্রীবৃদ্ধি ঘটবে বা উন্নতি, সেটা সময়ই বলে দেবে। 

তার আগে চলুন জেনে নেয়া যাক, কত টাকা পারিশ্রমিকে বাংলাদেশে এসেছেন এই ভারতীয়। জানা গেছে, দৈনিক চুক্তিতেই শ্রীরামকে নিযুক্ত করেছে বিসিবি। অর্থাৎ তিনি পারিশ্রমিক পাবেন ডেইলি বেসিসে। 

জানা গেছে, শ্রীরামের সঙ্গে বাংলাদেশের চুক্তি দুই মাস ১৫ দিনের। তবে ধারণা করা হচ্ছে, আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপের পরই তার চুক্তি নবায়ন করা হতে পারে।

আর ভারতীয় এ কোচ প্রতিদিন ৭০০ ডলার করে অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা করে বেতন নিচ্ছেন। তবে যেসব দিনে ছুটিতে থাকবেন, সেসব দিনে কোনো পারিশ্রমিক পাবেন না এই ভারতীয়। এরই মধ্যে ১০ দিন ছুটি কাটিয়েছেন তিনি।

মূলত তাকে নিয়ে আসা হয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফাইনাল পর্যন্ত হিসেব করে। সেই হিসেবে তার আয়ের পরিমাণ হবে ৫২ লাখ ৫০ হাজার টাকা।

অবশ্য শ্রীরামই প্রথম ব্যক্তি নন, যার সঙ্গে বিসিবি দৈনিক ভিত্তিতে চুক্তি করেছে! এর আগেও এরকম দৈনিক ভিত্তিতে চুক্তি করেছিল নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গেও। তাকে দৈনিক পারিশ্রমিক দেয়া হতো ১০০০ ডলার করে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি