ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

মাহমুদুল্লাহকে টপকে সর্বোচ্চ রানের মালিক সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ১২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে  সর্বোচ্চ ম্যাচের মালিক হলেন অধিনায়ক সাকিব আল হাসান। 

বুধবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলে বাংলাদেশের পক্ষে এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান সাকিব। ফলে পেছনে পড়ে যান সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 

১০৩ ম্যাচের ১০২ ইনিংসে সাকিবের রান এখন ২১৩১। ১২১ ম্যাচের ১১৩ ইনিংসে ২১২২ রান মাহমুদুল্লাহর। সাকিবের ১১টি ও মাহমুদুল্লাহর ৬টি হাফ-সেঞ্চুরি আছে।  
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে সাকিবের রান ছিলো ২০৬১ রান। মাহমুদুল্লাহকে টপকাতে ৬২ রান দরকার ছিলো সাকিবের। 

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে ৬২ রানে পৌছে দেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন সাকিব। শেষ পর্যন্ত ৮টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে ৭০ রান করেন সাকিব।

বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান সাবেক ক্রিকেটার তামিম ইকবালের। ৭৪ ম্যাচের ৭৪ ইনিংসে ১৭০১ রান করেছেন তামিম। ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি আছে তামিমের।
এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি