ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

লড়াই করে হারল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ১৩ অক্টোবর ২০২২ | আপডেট: ১১:৪৪, ১৩ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় সিরিজের নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করে শেষ পর্যন্ত ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ লিটন দাস আর সাকিব আল হাসানের ফিফটিতে ১৭৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তানকে। 

এই সিরিজে মোট পাঁচটি ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে লাল-সবুজের দল। টানা হারের হতাশা নিয়ে এবার বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল। 

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বেশ সাবলীল ছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান মিলে তোলেন ১০১ রান। জমে ওঠা এই জুটি শেষ পর্যন্ত ভাঙেন মাহমুদুল হাসান। এক ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান হাসান।

প্রথমে আউট করেন ৫৫ রান করা বাবরকে। এরপর বিদায় করেন হায়দার আলিকে। কিন্তু লড়াইয়ে ফিরেও শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের করে নিতে পারল না বাংলাদেশ। হতাশার হার নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন রিজওয়ান। ৫৬ বলে তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি দিয়ে। এ ছাড়া ২০ বলে ৪৫ রানের দারুণ ইনিংস উপহার দেন মোহাম্মদ নেওয়াজ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ১৭৩/৬ (সৌম্য ৪, শান্ত ১২, লিটন ৬৯, সাকিব ৬৮, ইয়াসির ১, সোহান ২, আফিফ ১১; নাসিম শাহ ৪-০-২৭-২, হাসনাইন ৪-০-৩৮-০, ওয়াসিম ৪-০-৩৩-২, শাদাব ৪-০-৩১-০, নেওয়াজ ৩-০-৩৭-১)।

পাকিস্তান : ১৯.৫ ওভারে ১৭৭/৩ (বাবর ৫৫, রিজওয়ান ৬৯, হায়দার ০, নেওয়াজ ৪৫, আসিফ ২; সাকিব ৩-০-২৮-০, হাসান ৪-০-২৭-২, তাসকিন ৪-০-৩২-০, শরিফুল ৪-০-৩০-০, সাইফউদ্দিন ৩.৫-০-৫৩-০)।

ফল : ৭ উইকেটে জয়ী পাকিস্তান।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি