ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সৌরভের আসনে রজার বিনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ১৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ঘোষণা আগেই হয়েছিল। এবার পড়েছে সরকারি শিলমোহর। বিসিসিআই’র প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা হল রজার বিনির নাম। সৌরভ গাঙ্গুলির বিকল্প হিসেবে অনেকদিন আগেই বিসিসিআই’র পক্ষ থেকে রজার বিনির নাম ঘোষণা করা হয়। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট বিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। প্রথমে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তা খারিজ হয়ে যায়। ফলে সৌরভের জায়গায় বিনির বসা ছিল সময়ের অপেক্ষা। এদিকে মুম্বাই রওনা দিয়েছেন সৌরভ। তাঁর উত্তরসূরিকে কাজ বুঝিয়ে দিতে। এরপর মঙ্গলবার অর্থাৎ ১৮ তারিখ বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সরকারিভাবে ঘোষণা হল ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী সদস্যের নাম। সৌরভ তাঁর নাম প্রস্তাব করেন আর বাকি সদস্যরা তাঁতে সমর্থন জানান। তিনি হলেন বিসিসিআই’র ৩৬তম প্রেসিডেন্ট।

রজার বিনি হলেন একমাত্র প্রার্থী যিনি প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সৌরভের স্থলাভিষিক্ত হলেন। ইলেকশনের বদলে সিলেকশন হল তাঁর। প্যানেলের বাকি সদস্যরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবেন। কারণ এবারের নির্বাচনে কোনও বিরোধী নেই।

যেহেতু বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তাঁর নাম ঘোষণা হল তাই এবার রজার বিনিকে কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের পদ ছাড়তে হবে। ফলে সেখানে তাঁর পদ খালি হবে। অতীতেও বিনি বিসিসিআই-তে ছিলেন। তবে সে সময় তিনি নির্বাচক কমিটিতে ছিলেন। সেই সময় বোর্ড চেয়ারম্যান ছিলেন সন্দীপ পাটিল। কিন্তু রজার বিনির পুত্র স্টুয়ার্ট বিনির নাম জাতীয় দলে প্রবেশের জন্য উঠলে তখন সরিয়ে দেওয়া হয় রজার বিনিকে।

তবে সৌরভের সরে যাওয়া নিয়ে এরআগে একাধিক জলঘোলা হয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী, নিজের পক্ষে সমর্থনের জন্য তিনি বোর্ডের স্টেকহোল্ডারের সঙ্গে দিল্লিতে বৈঠক করেছিলেন। তিনি বিসিসিআই প্রেসিডেন্ট পদে থাকতে চেয়েছিলেন। কিন্তু বোর্ডের সদস্যরা কেউই সৌরভের পক্ষে ছিলেন না বলে খবর। তিন বছর বোর্ডের মসনদে থাকলেও তিনি কারও মন জয় করতে পারেননি, ফলে তাঁকে সরতে হয়েছে।

তবে বোর্ড প্রেসিডেন্টের পদ গেলেও তাঁকে আইপিএল চেয়ারম্যান পদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিচু কোনও পদে যেতে আগ্রহী ছিলেন না বলে খবর। একই পদে থাকতে চেয়েছিলেন, বা এর থেকে বড় পদ চেয়েছিলেন। সেক্ষেত্রে তাঁর হাতে ছিল আইসিসি। যদিও আইসিসিতে কে যাবে তা এখনও জানা যায়নি। এইদিক থেকে সৌরভের পাল্লা কিছুটা হলেও ভারী আছে।

সূত্র: এই সময়
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি