পাকিস্তান ম্যাচের আগে টাইগার শিবিরে বড় দুঃসংবাদ!
প্রকাশিত : ১৫:২৯, ৪ নভেম্বর ২০২২
লিটন দাস
ভারতের বিপক্ষে চোখ জুড়ানো ইনিংস খেলে তুমুল আলোচনায় লিটন দাস। সেই আলোচনা চলমান থাকতেই এলো দুঃসংবাদ। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া লিটনকে এখন পাকিস্তানের বিপক্ষে পাওয়া নিয়ে শঙ্কা!
অ্যাডিলেডে শুক্রবার (৪ নভেম্বর) বাংলাদেশ দলের অনুশীলনেও দেখা যায়নি লিটনকে। পুরো দল মাঠে এলেও হোটেলে বিশ্রামে রাখা হয় তাকে। তবে ৬ নভেম্বরের ম্যাচে লিটনকে পাওয়া যাবে কিনা, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করবে টিম ম্যানেজম্যান্ট।
লিটনের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে দৌড়ানোর সময় লিটন স্লিপ করেছিল দু’বার। সেই সময়েই ওর হ্যামস্ট্রিংয়ে টানটা লাগে।’
দেবাশীষ চৌধুরী আরও বলেন, ‘আপাতত বিশ্রামে আছে ও। হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে না, তারপরও কাল পর্যন্ত আমরা অপেক্ষা করব। আশা করছি, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে লিটন ঠিক হয়ে যাবে।’
আগামী ৬ নভেম্বর অ্যাডিলেড ওভালে চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি দুদলের জন্যই অতিব গুরুত্বপূর্ণ। তাই জিততে চাইবে উভয়েই।
এদিকে, এই অ্যাডিলেড ওভালেই গত ২ নভেম্বর লিটনের ২৭ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংসে আশা দেখেছিল বাংলাদেশ। পরে লিটন রান আউটে কাটা পড়তেই পথ হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫ রানে হেরে যায় সাকিব বাহিনী।
এনএস//