ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

হেলস-বাটলার ঝড়ে ইংল্যান্ডের দাপুটে সূচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ১০ নভেম্বর ২০২২ | আপডেট: ১৬:৩১, ১০ নভেম্বর ২০২২

ব্যাটে ঝড় তুলেছেন অ্যালেক্স হেলস

ব্যাটে ঝড় তুলেছেন অ্যালেক্স হেলস

বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে টিম ইন্ডিয়া। জবাবে হেলস-বাটলারের ব্যাটিং ঝড়ে দাপুটে সূচনাই করেছে ইংল্যান্ড।

ষষ্ঠ ওভার করতে আসা অক্সার প্যাটেলকে একটি করে চার-ছয় মেরে ১১ রান তোলেন দুই ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস ও জস বাটলার। যাতে পাওয়ার-প্লের ৬ ওভারেই ৬৩ রান তুলে ফেলে ইংল্যান্ড। 

আর এতে সহজেই অনুমেয় যে, ভারতের করা ১৬৮ রানের জবাব দিতে নেমে কতটা মারমুখী ও দাপুটে ব্যাটিং করছে ইংলিশরা।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভারে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৯১ রান। মাত্র ২৮ বলে ফিফটি হাঁকিয়ে হেলস ৫১ রানে এবং বাটলার ৩৬ রানে ক্রিজে আছেন।

এর আগে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তোলে ভারত। যার ফলে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৬৯ রান। জর্ডন ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি