ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

১৯৯২ সালের পুনরাবৃত্তি নাকি প্রতিশোধ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ১৩ নভেম্বর ২০২২ | আপডেট: ১১:২৭, ১৩ নভেম্বর ২০২২

দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজ রোববার ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। খাদের কিনারা থেকে উঠে এসে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর বাবরের দল। অন্যদিকে টুর্নামেন্টে দারুণ খেলার ধারা অব্যাহত রেখে ট্রফি ঘরে তুলতে প্রত্যয়ী  ইংলিশরা।

ক্রিকেটে বিশ্বের অন্যতম বড় স্টেডিয়াম ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি। 

অনেক কিছু অর্জনের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ ফাইনাল মঞ্চে পাকিস্তান ও ইংল্যান্ড। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর নিজেদের শো-কেসে সংক্ষিপ্ত ভার্সনের আরেকটি ট্রফিটি যোগ করতে মরিয়া ২০১০ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অন্যদিকে পাকিস্তান প্রমাণ করতে চায়- গর্ত থেকে উঠেও শিরোপা জয় করা যায়।

ওয়েস্ট ইন্ডিজের পর প্রথম দল হিসেবে দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এদিন মাঠে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড। এর আগে ২০০৯ সালে পাকিস্তান ও ২০১০ ট্রফি জিতেছিল ইংল্যান্ড।

মজার ব্যাপার হলো ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম দেখা হচ্ছে দল দু’টির। ২০০৯ এবং ২০১০ আসরে দু’বার একে অপরের বিপক্ষে খেলেছিল তারা। দুই দেখাতেই জিতেছিলো ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে দুই দলের মধ্যকার মোট লড়াইয়েও এগিয়ে ইংল্যান্ড। ২৮টি ম্যাচের মধ্যে ১৮ বার জিতেছে ইংল্যান্ড। ৯টি জিতেছে পাকিস্তান। অন্য ম্যাচটি হয়েছে পরিত্যক্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজ মাঠে ইংল্যান্ডের কাছে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-৩ ব্যবধানে হেরেছে পাকিস্তান।

তবে পরিসংখ্যান, রেকর্ড এবং পারফরমেন্স ইংল্যান্ডের পক্ষে থাকা মানে এই নয় যে, ফাইনালে পাকিস্তান কেবল চেয়ে চেয়ে দেখার জন্য মাঠে নামবে।

এদিকে, ইংল্যান্ড দলের অধিনায়কত্ব পাওয়ার প্রথম বছরেই একটা বড় ট্রফি জিতে ইতিহাসের পাতায় নাম লেখানোর দ্বারপ্রান্তে জস বাটলার।

মেলবোর্নের ফাইনালের সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আমি আগের মতো আবারো বলছি- সত্যিই আমরা একটি কঠিন চ্যালেঞ্জ আশা করছি। অতি সম্প্রতি তাদের সাথে আমরা বেশ কয়েকবার মুখোমুখি হয়েছি এবং তাদের বিপক্ষে আমরা দুর্দান্ত কিছু ম্যাচ খেলেছি এবং দুর্দান্ত স্পিরিট ছিল। আমি নিশ্চিত আজও এর ব্যতিক্রম হবে না।’

তিনি জানান, পাকিস্তানী পেসারদের শক্ত হাতে মোকাবেলা করাটাই হবে সাফল্যের মূল চাবিকাঠি। 

শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পেস আক্রমণের দলটি নিজেদের প্রথম দুই ম্যাচেই চিরপ্রতিন্দ্বন্দী ভারত এবং ছোট দল জিম্বাবুয়ের কাছে হারের পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।

বাটলার বলেন, ‘পাকিস্তান দুর্দান্ত একটি দল। আমি মনে করি তাদের দুর্দান্ত ফাস্ট বোলার তৈরির অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে এবং আমি যে দলটি দেখছি, আমরা যাদের বিপক্ষে খেলতে নামছি তারাও আলাদা নয়।’

ইংল্যান্ডের অবশ্য নিজস্ব কিছু দুঃখও আছে বটে। তবে আত্মবিশ্বাসের সঙ্গে সেমিফাইনালে ভারতের বিপক্ষে জয়সহ অন্যান্য বড় দলের বিপক্ষে ভলো খেলেছে ইংলিশরা। কিন্তু গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের কাছে পরাজিত হওয়াটা এই বিশ্বকাপে ইংল্যান্ডের একটি বড় দাগ।

বাটলার বলেন, ‘টুর্নামেন্টজুড়ে দল হিসাবে অবশ্যই আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য একটি বড় হতাশার। অবশ্য এটি অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি মনে করি ম্যাচটি থেকে আমরা অনেক কিছুই শিখেছি এবং সব কিছু পিছনে ফেলেই বিশ্বকাপ ফাইনালে উঠেছি।’

এদিকে, পাকিস্তানের এবারের যাত্রাটা অনেকটাই ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের মতো। টুর্নামেন্টের শুরুতে দুই ম্যাচ হেরে চাপে পড়েও অসাধারণ পারফরমেন্সে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে তারা। যেমনটা ইমরান খানের নেতৃত্বে ৯২’ বিশ্বকাপেও হয়েছিলো। ৯২’ বিশ্বকাপের মতো এবারের সেমিফাইনালেও হট ফেভারিট নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় পাকিস্তান এবং সেই বিশ্বকাপের মতো এবারের ফাইনালেও ইংল্যান্ডকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাকিস্তান। 

এখন দেখার বিষয় ৯২’ বিশ্বকাপের মতো এবারও শিরোপা জিততে পারে কি-না। এক্ষেত্রে অবশ্য মেলবোর্নে অনেকটা হোম কন্ডিশনের মতোই দর্শকদের বড় সাপোর্ট পাবে বাবর আজমের দল।

অধিনায়ক বাবর আজম বলেন, ‘টুর্নামেন্টে আমরা নিজেদের প্রথম দুটি ম্যাচ হেরেছি এবং এজন্য আমাদের মূল্য দিতে হয়েছিলো। কিন্তু আমাদের দল শেষ চার ম্যাচে লড়াই করে ফিরে এসেছে এবং তারা খুব ভালো পারফর্ম করেছে। আমরা শেষ চার ম্যাচে সত্যিকারার্থেই ভালো ক্রিকেট খেলছি। হ্যাঁ, ফাইনালেও ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করবো আমরা।’ 

পাকিস্তান একাদশ (সম্ভাব্য):
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।

ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য):
অ্যালেক্স হেলস, জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ফিল সল্ট, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, ক্রিস জর্ডান।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি