ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪

তায়াকোয়ানদো খেলায় স্বর্ণ পদক লাভ নাফিসা তাবাসসুমের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত 'শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩'- এ তায়াকোয়ানদো খেলায় স্বর্ণ পদক লাভ করেন নাফিসা তাবাসসুম।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তায়াকোয়ানদো খেলায় +৫২ কেজি তরুণী ইভেন্টে রাজশাহী বিভাগের পক্ষে প্রতিনিধিত্ব করেন নাফিসা তাবাসসুম।

ফাইনালে তুমুল প্রতিযোগীতার মধ্য দিয়ে রাজশাহী বিভাগের নাফিসা তাবাসসুম চট্রগ্রাম বিভাগের ভানঠাপার বম কে ২২-২১ পয়েন্টে পরাজিত করে স্বর্ণ পদক অর্জন করেন।

এরআগে ২০২২ সালে রাজশাহী জেলা তায়াকোয়ানদো প্রতিযোগিতায় +৫২ কেজি তরুণী ইভেন্টে স্বর্ণ পদক পান এবং ২০২৩ সালে রাজশাহী বিভাগীয় তায়াকোয়ানদো প্রতিযোগিতায় +৫২ কেজি তরুণী ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করেন নাফিসা।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি