ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে আজ গুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এই ম্যাচে জয় পেলেই দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করবে বাংলাদেশ। চলতি বছরের অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে হলে টাইগ্রেসদের সামনে এটাই শেষ ধাপ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে। নারী ক্রিকেটে আরও একটি বড় মঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করার সুযোগ পাচ্ছেন নিগার সুলতানারা। এখন দেখার পালা—উইন্ডিজের বিপক্ষে মাঠের পারফরম্যান্সে কতটা ছাপ রাখতে পারেন তারা।

চলমান আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। তাতে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনাও উজ্জ্বল তাদের। বাকি দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে নিগার সুলতানা, ফারজানাদের। রান রেট খুব ভালো থাকায় এমনকি ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে বাকি থাকা দুই ম্যাচ কম ব্যবধানে হারলেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হতে পারে বাংলাদেশের। এমন সমীকরণ নিয়েই এই ম্যাচে নামবে টাইগ্রেসরা।

বাংলাদেশ একাদশ: সুবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, স্বর্না আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি