ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৬৮টি একাডেমিকে সার্টিফিকেট দিলো বাফুফে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশের ২৬৮ টি নিবন্ধিত ফুটবল একাডেমিকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অ্যাক্রিডিটেশন স্কিমের আওতায় এই সার্টিফিকেট প্রদান করে বাফুফে।

শুক্রবার (২৫ এপ্রিল) রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন বাফুফের সভাপতি তাবিথ আউল।

২০২০ সালে এএফসি ও ফিফার গাইডলাইন অনুযায়ী করে বাফুফে টেকনিক্যাল কমিটি দেশব্যাপী একাডেমি নিবন্ধন কার্যক্রম শুরু করে।

এমন ৭৮টি একাডেমিকে প্রথমে নিবন্ধিত করা হয়। পরবর্তীতে ২০২১ সালে ৪০টি, ২০২২ সালে ২৫টি, ২০২৩ সালে ৩৫টি এবং ২০২৫ সালের ১ এপ্রিল পর্যন্ত আরও ১১০টি একাডেমি নিবন্ধিত হয়। এখন পর্যন্ত মোট ২৬৮টি ‘ওয়ান স্টার’ এবং ১৭টি ‘টু স্টার’ একাডেমি বাফুফের নিবন্ধনপ্রাপ্ত হয়েছে।

এর আগে বাফুফে নিবন্ধিত একাডেমিগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় "বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪", যেখানে ২৪টি ভেন্যুতে ফিফার অর্থায়নে খেলা আয়োজন করা হয়।

যেখানে অংশ নেয় ৪৮০০ জন ক্ষুদে ফুটবলার। টুর্নামেন্ট থেকে বাছাইকৃত ৩৫ জন প্রতিভাবান ফুটবলারকে বাফুফে এলিট একাডেমির আওতায় আনা হয়। এছাড়াও, ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮টি বিভাগীয় পর্যায়ে বাফুফে নিবন্ধিত একাডেমি থেকে গ্রাসরুট কোচিং কোর্সে অংশগ্রহণ করে মোট ৫৫০ জন কোচ পেয়েছেন সার্টিফিকেট।

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান শেষে দুপুর ২টায় বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু একটি ওয়ার্কশপ পরিচালনা করেন। যেখানে একাডেমিগুলোর উন্নয়ন, পরিচালনা ও প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি