ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আস্থা রাখুন, আমরা ঘুরে দাঁড়াবই: নাসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ১৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর একদিনের প্রস্তুতি ম্যাচেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সফরে জয় তো দূরের কথা লড়াই-ই করতে পারছে না টাইগাররা। তবে ওয়ানডে দলে সুযোগ পাওয়া নাসির হোসেনের বিশ্বাস ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। দলের ওপর আস্থা না হারানোর জন্য ভক্ত-সমর্থকদের অনুরোধও জানিয়েছেন নাসির।

ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পরাজয়কেও বড় করে দেখছেন না নাসির। তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ তো প্রস্তুতি ম্যাচই। আমাদের ব্যাটসম্যান-বোলারদের উইকেট সম্পর্কে ধারণা হয়েছে। সবাই ৩০-৪০ বল করে খেলেছে, এতে আত্মবিশ্বাস বেড়েছে। বোলাররা বোলিং করেছে। কোথায় বোলিং করতে হবে, সে ব্যাপারে অভিজ্ঞতা নিয়েছে। এ ব্যাপারটাই মূল ম্যাচে কাজে লাগবে।’

নাসির আরো বলেন, ‘সবার সঙ্গে আলাদা কথা বলছেন কোচ। ভালো শুরু করেও কেন ইনিংস লম্বা হচ্ছে না, প্রশ্নটার উত্তর খুঁজছেন সবাই।’

আগামীকাল দুপুর দুইটাই কিম্বার্লিতে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কিনা উত্তরটা তাই দ্রুতই পাওয়া যাবে।

 

এমআর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি