ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

মোস্তাফিজের জায়গায় শফিউল, মাঠে ফিরছেন তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ১৮ অক্টোবর ২০১৭

প্রথম ওয়ানডের আগে অনুশীলনের সময় চোট পাওয়া টাইগার বোলিং সেনসেশন মোস্তাফিজুর রহমানের প্রোটিয়া সফর শেষ। দক্ষিণ আফ্রিকার বিরোদ্ধে এই সফরে আর দেখা যাবে না ‘কাটার মাস্টার’কে। তার জায়গায় দলে ডাক পেয়েছেন শফিউল ইসলাম। টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে আসা শফিউল ইসলাম শীঘ্রই দলের সঙ্গে যোগ দিবেন।

এদিকে দ্বিতীয় ওয়ানডে খেলতে ইতোমধ্যে কেপটাউনে পৌঁছে গেছে বাংলাদেশ দল। তবে সোমবার মুস্তাফিজের স্ক্যান করানো সম্ভব হয়নি। এ নিয়ে ম্যানেজার মিনহাজুল আবেদীন জানান, মঙ্গলবার ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেওয়া হবে। এরপর মোস্তাফিজের স্ক্যান করানো হবে। আর ওর জায়গায় শফিউল দলে যোগ দিচ্ছে।

ঊরুর পেশিতে চোট পাওয়া তামিম ইকবাল সেড়ে উঠেছেন। দ্বিতীয় ওয়ানডে খেলবেন বলেও জানান মিনহাজুল আবেদিন।

 

এমআর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি