ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ২৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:৪৯, ২৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

এবারের দক্ষিণ আফ্রিকা সফরে রীতিমত বিপর্যস্ত বাংলাদেশ। টেস্টের পর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। সবগুলো পরাজয়ই আবার বড় বড় ব্যবধানে। প্রোটিয়াদের সাথে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি টাইগাররা। দুটো হোয়াইওয়াশের রেশ না কাটতেই আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ব্লুমফন্টেইনের ম্যাঙাউঙ্গ ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়।

টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগারদের নতুন অধিনায়ক সাকিব আল হাসান। তবে এ সিরিজে থাকছেন না বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ তামিম ইকবাল। সেই সাথে টাইগার বোলিং বিভাগের সেরা বোলার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকেও মিস করবেন অধিনায়ক। ইনজুরির কারণে দুজনই দেশে ফিরে এসেছেন। আজকের ম্যাচে লিটন কুমার দাসের পাশাপাশি নাসির হোসেনকে একাদশে দেখা যেতে পারে।

টাইগারদের সম্ভাব্য একাদশ:

ইমরুল কায়েস, লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।

সূত্র : ক্রিকবাজ

এমআর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি