ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শোয়েবের সাফল্যে উচ্ছ্বসিত সানিয়া মির্জা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ৩১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:৩০, ১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

পাকিস্তান ক্রিকেটের ‘কিউট বয়’খ্যাত শোয়েব মালিকের বাইক জয়ের পর টুইটার জুড়ে সানিয়া মির্জা-শোয়েব মালিক দম্পত্তির রসায়ন জমে উঠেছে।  তারা একে অপরকে উদ্দেশ্য করে রোমান্টিক বার্তা আদান প্রদান করেছেন। এতে যোগ দিয়েছেন পাকিস্তান ক্রিকেটের আরো কয়েকজন খ্যাতিমান ক্রিকেটার।


লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর শোয়েব মালিক ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। পুরস্কারস্বরূপ পান একটি ব্রান্ড নিউ মোটরবাইক । আর মোটরবাইকে বসা শোয়েব মালিকের ছবিটিই পরবর্তীতে তাঁর স্ত্রী সানিয়া মির্জা টুইটারে পোস্ট করে লিখেন, ‘Chalen Phir Is Pe’ ( দ্রুত তৈরি হও, আমি আসছি) ।


শোয়েবের বাইক জয়ে স্ত্রী সানিয়া মির্জা কতটুকু উচ্ছসিত ছিলেন তার চিত্র ফুঠে উঠেছে এই স্ট্যাটাসে । পরে শোয়েব মালিক কমেন্টে জানায়, “jaldi Se Ready Ho jaw, I’m on the way” (জান তুমি দ্রুত প্রস্তুত হও, আমি আসছি) । কিন্তু গোল বাঁধায় ক্রিকেটার সাদাব খান ।


খানিক বাদে আরেকটি টুইট করেন সানিয়া মির্জা। সেই ছবিতে দেখা যায়, শোয়েব মালিকের বাইকের পেছনে বসে আছেন শাদাব খান। স্বামীকে খানিকটা টিপ্পনী কেটে সানিয়া বলেন, ‘ওহ থাক তাহলে, দেখছি একজন ইতিমধ্যে বসে গেছে।’


সানিয়ার টুইটের জবাবে শোয়েব মালিক বলেন, ‘আমি তাঁকে স্টেডিয়ামে কয়েক চক্কর ঘুরিয়ে রেখে আসব। এটা কোনো সমস্যা নয়।’


বাইকের পিছনে বসে থাকা সাদাব খাঁন কমেন্টে লিখেন, ‘সরি ভাবী’ । এভাবেই মজাদার স্ট্যাটাস-পাল্টা স্ট্যাটাস, কমেন্ট-পাল্টা কমেন্টে জমে উঠেছিল ক্রিকেটার-টেনিস তারকা দম্পতি সানিয়া-শোয়েবের টুইটার রসায়ন।    

প্রসঙ্গত, ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা ও পাকিস্তানের তারকা ক্রিকেট অলরাউন্ডার শোয়েব মালিক।

সুত্র: এনডিটিভি

এমজে/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি