ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জীবনের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু তাসকিনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ১ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৮:২৯, ১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকায় দুঃস্বপ্নের এক সিরিজ শেষ করে মঙ্গলবার সকালেই দেশে ফিরেছেন বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তাসকিন আহমেদ। দেশে এসেই শুভ কাজটা সেরে ফেললেন ২২ বছর বয়সী এই পেসার।

মঙ্গলবার রাতে বিয়ের পিঁড়িতে বসেছেন তাসকিন। কনে তার দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমা । মোহাম্মদপুরের লালমাটিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রাবেয়া নাঈমা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এ পড়াশোনা করছেন। তাসকিন আহমেদও ওই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করছেন।

বিপিএল নিয়ে ব্যস্ততার কারণে তাসকিনের অনেক সতীর্থ বিয়েতে উপস্থিত হতে পারেননি। তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হাজির হয়েছিলেন তার পরিবার নিয়ে।

/ এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি