ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

জমি পাচ্ছেন মিরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে মূল নায়কের ভূমিকা পালন করেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার পারফর্মের পুরস্কার হিসেবে খুলনায় মিরাজের পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাড়ি নির্মাণের সেই জায়গা পেতে যাচ্ছেন মিরাজ। খুলনার খালিশপুরে মিরাজকে তিন কাঠা জমি দিচ্ছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। খুব শ্রীঘ্রই এই বাড়ির জায়গা বুঝে পাবেন বলে জানিয়েছেন মিরাজ নিজেই।

মিরাজ বলেন, গত বছরই আমাকে জানানো হয়েছিল জমি দেওয়া হবে। আগামী মাসেই সব কিছু আনুষ্ঠানিকভাবে বুঝে পাব। হয়তো আরো আগেই পেয়ে যেতাম, আমি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় কিছুটা দেরি হয়েছে।

প্রথমবারের মতো টেস্টে ইংল্যান্ডকে হারানোয় অসামান্য ভূমিকা রেখেছিলেন মিরাজ। গত বছর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সে ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে সাত উইকেটসহ সেই সিরিজে মোট ১৯ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। সেই সাফল্য নিয়ে খুলনায় ফেরার পরই মূলত আলোচনায় আসে মিরাজের দুরবস্থার কথা। এর পরই এগিয়ে আসেন প্রধানমন্ত্রী।

 

এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি