ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

অ্যাশেজ খেললে অস্ট্রেলিয়ার জনশত্রু হতো স্টোকস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ক্রিকেটের ঐতিহ্যবাহী টেস্ট সিরিজ ‘দ্য অ্যাশেজ”। তবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার এ সিরিজ খেলতে পারছেন না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্রিকেটের বাইরে আছেন তিনি।

স্টোকসের সতীর্থ স্টুয়ার্ট ব্রড মনে করেন, স্টোকস অস্ট্রেলিয়ায় খেলতে আসলে অস্ট্রেলিয়ানদের এক নম্বর শত্রুতে পরিণত হতো। অস্ট্রেলিয়ার মাটিতে গত অ্যাশেজে (২০১৩-১৪) ব্রড অস্ট্রেলিয়ার এক নম্বর শত্রুতে পরিণত হয়েছিলেন বলে দাবি করেন ব্রড নিজেই।

ব্রড বলেন, অস্ট্রেলিয়ায় গত অ্যাশেজও শুরু হয়েছিল ‍ব্রিসবেনে। টেস্টের প্রথম দিনেই ব্রিসবেনের ৪০ হাজার দর্শকের অর্ধেকই আমাকে উত্তক্ত করেছিল। তার নামে বাজে শ্লোগানও দিচ্ছিল বলে দাবি করেন ব্রড।

সূত্র : দ্য টেলিগ্রাফ

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি