ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বিপিএল -২০১৭

ঢাকা পর্বের প্রথম দিনে মাঠে নামছে যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ১১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ( বিপিএল ) পঞ্চম আসরের সিলেট পর্ব শেষ। আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে বিপিএলের দ্বিতীয় পর্ব। প্রথম দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক ঢাকা ডাইনামাইটস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় তাদের প্রতিপক্ষ পয়েন্ট তালিকার শীর্ষ দল সিলেট সিক্সার্স।

এর আগে দুপুর ১টায় মুখোমুখি হবে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। ম্যাচ ‍দুটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

এবারের বিপিএলে এখনো জয়ের দেখা পায়নি রাজশাহী কিংস। দুই ম্যাচে দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের একদম তলানিতে ড্যারেন স্যামির দল। অন্যদিকে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে চিটাগাং ভাইকিংসের কাছে হেরেছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। তাই এ ম্যাচ দিয়েই আবারো জয়ের ধারায় ফিরতে মরিয়া রাইডার্সরা।

 

/ এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি