ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

আফ্রিদির তাণ্ডব : বিধ্বস্ত সিলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩২, ১১ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:৩১, ১২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সিলেট সিক্সার্সের দেয়া ১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকা ডায়নামাইটসের প্রয়োজন হয় মাত্র ৭.৫ ওভার। অর্থ্যাৎ ১২.১ ওভার (৭৩ বল) হাতে রেখেই ৮ উইকেটের বিশাল এক জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। এবারের আইপিএল আসরে এটিই দ্রুততম জয়ের রেকর্ড।

এদিন জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফ্রিদি একাই সিলেট সিক্সার্সকে দুরমুশ করে ছেড়েছেন। ১৭ বলে তার টর্নডো গতির ব্যাটিংয়ে ১৭ বলে তুলে নেন ৫ ছক্কায় ৩৭ রান আর বল হাতে তুলে নেন সিলেটের মূল্যবান ৪ উইকেট।

খেলার শুরুতে বল হাতে একাই চার উইকেট তুলে নিয়েছিলেন শহিদ আফ্রিদি। এরপর ব্যাট হাতে ওপেন করতে নেমে সিলেটের বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালান বুমবুম। তার বিধ্বংসী বোলিংয়ের পর দুর্ধর্ষ ব্যাটিংয়েই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ডায়নামাইটস। আফ্রিদি ৫টি ছক্কা এবং এক বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ৩৭ রান করেন। দলীয় ৫৯ রানে টিম ব্রেসনানের এলবির ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি।

আফ্রিদির পর উইকেটে আসেন ক্যামেরণ ডেলপোর্ট; এর পরের বলেই ডেলপোর্টকেও প্যাভিলিয়নে ফিরিয়ে দেন ব্রেসনান। এর ফলে হ্যাটট্রিকের দারুণ এক সম্ভাবনা তৈরি হলেও এভিন লুইস সে সুযোগ গ্রহণ করতে দেননি ব্রেসনানকে।

বাকি সময়টা নিজেদের করেই রাখেন সাকিবরা। কোনো সুযোগ তৈরি করতে পারেনি সিলেট। সাকিব আর এভিন লুইস মিলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। লুইস ১৮ বলে ৫টি ছক্কায় অপরাজিত থাকেন ৪৪ রানে। আর সাকিব আল হাসান ছিলেন ১৮ রানে অপরাজিত।

সিলেটের হয়ে ব্রেসনান ছাড়া আর কেউ উইকেটের দেখা পাননি। এর আগে ঘরের মাঠে উড়তে থাকা সিলেট সিক্সার্স ঢাকায় এসেই যেন তাল হারিয়ে ফেলে। টস হেরে ব্যাট করতে নেমে আফ্রিদি, সুনিল নারিন আর আবু হায়দার রনির সাঁড়াসি বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে ১০১ রানে থামতে বাধ্য হয়। ম্যাচ সেরা পুরস্কার ওঠে শহিদ আফ্রিদির হাতে।

আর/ডব্লিউএন

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি