ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

স্পেনের কাছে বিধ্বস্ত কোস্টারিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ১২ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:২২, ১৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোলবন্যায় কোস্টারিকাকে ভাসিয়ে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। স্বাগতিকদের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে সফরকারী কোস্টারিকা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে স্পেন। ম্যাচের ষষ্ঠ মিনিটে দলকে প্রথম গোল এনে দেন বার্সা তারকা জর্ডি আলভা। ম্যাচের ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চেলসি তারকা মোরাতা।

বিরতির পর আরও ভয়ঙ্কর হয় স্পেন। ৫১ মিনিটে দলকে তৃতীয় গোল এনে দেন ডেভিড সিলভা। ম্যাচের ৫৫ মিনিটে আবারও গোল করেন সিলভা। ম্যাচের ৭৩ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তা আরও একটি গোল করেন।

ম্যাচের বাকি সময় আর গোল না হলে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। তবে এ ম্যাচে চোট পেয়েছেন তারকা খেলোয়াড় ইসকু। ৬২ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলা তাই অনিশ্চিত হয়ে গেছে ইসকুর।

সূত্র : সনি ইএসপিএন

এমআর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি