ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

পিএসএলের ফাইনাল করাচিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ১৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:২৬, ১৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ধীরে ধীরে পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে এ পর্যন্ত যে কয়টা আন্তর্জাতিক ম্যাচ হয়েছে পাকিস্তানে সবগুলোই অনুষ্ঠিত হয়েছে লাহোরে। এবার দেশের অন্য ভেন্যুগুলোর প্রতিও বিদেশিদের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী বছরের আসরে ফাইনালটি অনুষ্ঠিত হতে পারে করাচিতে।

পিএসএলের আগামী আসরে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন চারজন। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ তো আগের আসরেও ছিলেন। এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোস্তাফিজুর রহমান। রোববার প্লেয়ার্স ড্রাফটে লাহোর কালান্দার্স কিনেছে কাটার মাস্টারকে।

লাহোরে ওই প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানেই করাচিতে আগামী আসরের ফাইনাল হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন নাজাম শেঠি।

করাচিতে পিএসএলের ফাইনাল আয়োজনের ব্যাপারে নাজাম শেঠি বলেন, করাচিতে এটা আয়োজনের জন্য আমাদের প্রতিশ্রুতি রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

 

সূত্র : ক্রিকইনফো

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি