ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বিপাকে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ১৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:০৯, ১৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে লণ্ডভণ্ড স্বাগতিক ভারতের টপ অর্ডার। ৩০ রান তুলতেই হারিয়েছে প্রথম সারির চার ব্যাটসম্যানকে। প্যাভিলিয়নে ফিরে গেছেন লুকেশ রাহুল, শিখর ধাওয়ান, অধিনায়ক বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে।

এর আগে গতকাল কলকাতার ইডেন গার্ডেনে বৃষ্টিবিঘ্নিত দিনে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার  সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ম্যাচের প্রথম বলেই লুকেশ রাহুলকে আউট করে দেন লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমল। এরপর শিখর ধাওয়ান ও ভারতের দলপতি কোহলিকেও সাজঘরের পথ দেখান এই পেসার। আর অজিঙ্কা রাহানাকে ফেরান সানাকা।

প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪০ রান। ২৩ রানে ব্যাট করছেন চেতশ্বর পুজারা। তার সাথে রয়েছেন ৪ রান করা অশ্বিন।

 

সূত্র : ক্রিকইনফো

এমআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি