ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

অ্যাশেজ সিরিজ

অস্ট্রেলিয়ার দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ১৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:১৪, ১৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আগামী ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অ্যাশেজ পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে খেলবে স্বাগতিকরা। আসন্ন অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৩ সদস্যের দলও ঘোষণা করে দিয়েছে অজিরা। চমক হিসেবে ৭ বছর পর ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান পেইন। দল থেকে বাদ পড়েছেন ম্যাট রেনশ, ম্যাথু ওয়েড ও গ্লেন ম্যাক্সওয়েল।

সর্বশেষ ২০১০ সালে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন পেইন। এদিকে শেফিল্ড শিল্ডে রান খরায় ভুগতে থাকা ম্যাট রেনশকে বাদ দেওয়া হয়েছে। দলে সুযোগ পেয়েছেন ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট। প্রথম টেস্টেই অভিষেক হতে পারে তার। ডেভিড ওয়ার্নারের ওপেনিং সঙ্গী হিসেবে তাকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।

প্রথম দুই টেস্টের অস্ট্রেলিয়া দল :

স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, শন মার্শ, টিম পেইন, মিশেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজলউড, জ্যাকসন বার্ড, চ্যাড সেয়ার্স।

 

সূত্র : দ্য গার্ডিয়ান

এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি