ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বিপিএল মাতাতে চলে এলেন আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ১৯ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৪০, ১৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মোহাম্মদ আমিরের ক্যারিয়ারের জন্য একটি বিশাল মাইলফলক হয়ে থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর দেশের বাইরে বিপিএলেই প্রথম নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছিলেন তিনি। বিপিএলের তৃতীয় আসরে খেলেছেন চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছিলেন এই গতি তারকা। বিপিএলে তার উজ্জল পারফর্মই খুলে দিয়েছিলো জাতীয় দলের দরজা।

বিপিএল খেলতে আবারো চলে এসেছেন সুইং-কিং মোহাম্মদ আমির। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছেন তিনি। চিটাগং ভাইকিংসে নয়, এবার ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন তিনি। এই দলেই রয়েছে তার স্বদেশি শহীদ আফ্রিদি। বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন আমির। পাকিস্তানকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পর শ্রীলঙ্কার বিপক্ষেও দুর্দান্ত বোলিং করেছেন তিনি। এবার পালা বিপিএল মাতানোর।

এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি