ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কুমিল্লার কাছে ঢাকার হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ২০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৯:২৫, ২০ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

হাসান আলীর দুর্দান্ত বোলিং ও শোয়েব মালিকের অপরাজিত অর্ধশত রানের কল্যাণে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৪ উইকেটে পরাজিত করেছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজকের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। ক্যারিবিয় অলরাউন্ডার সুনীল নারাইনের অসাধারণ ব্যাটিংয়ে ১২ ওভারে মাত্র ২ ‍উইকেট হারিয়ে এক’শ রান তোলে ফেলে বর্তমান স্বাগতিকরা। নারাইন ৪৫ বলে ৭৬ ও লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা ৩০ বলে ২৮ রান করেন। এরপরই ঢাকার ব্যাটিং লাইনআপকে লণ্ডভণ্ড করে দেন আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা বোলার হাসান আলী। মাত্র ২০ রানের বিনিময়ে তিনি তুলে নেন ৫টি উইকেট। আর ঢাকা অলআউট হয় ১২৮ রানে।

১২৯ রানে জবাবে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তামিম ইকবালের দল। পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মালিক ৫৩ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। সুনীল নারাইন ও মোহাম্মদ আমির ২টি করে উইকেট লাভ করেন।

সূত্র : ক্রিকবাজ

এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি