ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বিপিএল ইতিহাসের সেরা অধিনায়ক ম্যাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ২৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:৪৪, ২৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি জ্বলে উঠছেন দেশি ক্রিকেটাররাও। বিপিএলে আলো ছড়িয়ে গেছেন বিশ্বের নামি দামি অনেক খেলোয়াড়। তবে একটা জায়গায় মাশরাফি বিন মুর্তজা অনন্য । বিপিএলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন তিনি।

২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা ঘরে তুলেন মাশরাফি। এরপরের বছর আবারও আবারও একই দলের হয়ে চিটাগাং কিংসকে হারিয়ে শিরোপা জিতে মাশরাফি বাহিনী। পরবর্তীতে বিপিএলের তৃতীয় আসরে ঢাকা ছেড়ে কুমিল্লার জার্সি গায়ে মাঠে নামেন তিনি। ২০১৫ সালেও কুমিল্লার হয়ে খেলে বিপিএলে অধিনায়ক হিসেবে হ্যাট্রিক শিরোপা জয়ের গৌরব অর্জন করেন এই কিংবদন্তী ক্রিকেটার।

এবারও ব্যাটে-বলে সামনে থেকে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি। এ বছরও মাশরাফির হাতে শিরোপা উঠবে কি না সেটা সময়ই বলে দিবে।

 

//এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি