ঢাকা, শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬

নাসিরের ঘূর্ণিতে ৬৭ রানে অলআউট চিটাগং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৮:১৯, ৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেনের মারাত্বক বোলিংয়ে মাত্র ৬৭ রানেই গুটিয়ে গেছে চিটাগং ভাইকিংস। নাসির একাই নিয়েছেন পাঁচ উইকেট।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নাসির। শুরুতেই বল হাতে চিটাগংকে ধ্বসিয়ে দেন নাসির। মাত্র ১২ ওভারেই ৬৭ রানে অলআউট হয় চিটাগং। চিটাগংয়ের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন ইরফান শুক্কুর। নাসিরের পাশাপাশি নাবিল সামাদ ৩টি ও শরিফুল্লাহ ২টি ‍উইকেট লাভ করেন।

 

সূত্র : ক্রিকইনফো

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি