ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত খুলনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের এগারতম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটান্স। রংপুর রাইডার্সের বিপক্ষে রবিবার মিরপুর শেরে–ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিপিএলের পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে থাকা খুলনার শেষ চার নিশ্চিত হয়ে গেছে। মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স এখন আছে তালিকার চার নাম্বারে, আজ জিতলে শেষ চার নিশ্চিত হয়ে যাবে তাদেরও।

অপরদিকে রংপুর আজ হারলে সুযোগ থাকবে সিলেট সিক্সার্স আর রাজশাহী কিংসেরও। যদিও রাজশাহী রানরেটে অনেকটাই পিছিয়ে রয়েছে।

 

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি