ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

আঙুলে চোট পেয়েছেন মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় দলের অনুশীলন চলাকালে হাতের আঙুলে চোট পেয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে গতকাল মঙ্গলবার অনুশীলনের একপর্যায়ে সাব্বির রহমান রুম্মানকে বল করে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান মাশরাফি।

প্রথম দুই ওয়ানডের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা মঙ্গলবার বিকেল ৩টা থেকে মিরপুরের সেন্ট্রাল দুই উইকেটে অনুশীলন শুরু করেন। এক পর্যায়ে সাব্বির রহমানকে বল করতে আসেন মাশরাফি। সাব্বিরের স্ট্রেইট ড্রাইভ থামাতে গেলেই আঙুলে চোট পেয়ে বসেন ওয়ানডে অধিনায়ক।

গত বছর নিউজিল্যান্ড সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচে কোরি অ্যান্ডারসনের একটি স্ট্রেইট ড্রাইভ ঠেকাতে গিয়ে হাতের আঙুলে চিড় ধরায় বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয় মাশরাফিকে।

আগামী ১৫ই জানুয়ারি থেকে মাঠে গড়াবে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আর সেখানে জাতীয় দলের নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মুর্তজা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি