ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৪, ১২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:০৪, ১৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে আয়োজিত আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দু’দফা তারিখ পেছানোর পর আজ শুক্রবার বিকেল ৫টার পর ঢাকায় পা রাখে জিম্বাবুয়ে। সিরিজের অপর দল শ্রীলংকা ক্রিকেট দল আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে ১০ জানুয়ারি ঢাকায় আসার কথা ছিল জিম্বাবুয়ের। তা পরবর্তীতে পরিত্যক্ত হয়। এরপর ১১ জানুয়ারি আশার কথা থাকলেও, সেটিও বাতিল হয়।

ত্রিদেশীয় সিরিজের আগে জিম্বাবুয়ের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা থাকলেও সেটি আর হবে না বলে বিসিবি নিশ্চিত করেছে।

আগামী ১৫ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি