ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

হাথুরু আমাদের সম্পদ: চান্দিমাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২০, ২১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় সিরিজ শুরুর বেশ আগে থেকেই তুমুল আলোচনা চলেছে শ্রীলঙ্কার কোচ হাথুরুসিংহকে নিয়ে। তবে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কায় যোগ দেওয়ার পর থেকেই।

হাথুরুসিংহের নেতৃত্বে লঙ্কানদের দুই ম্যাচ হারার পর অবশেষে জয়ের দেখা পেয়েছেন। জয় পরবর্তী দিনেশ চান্দিমাল হাথুরুর প্রশংসা করতে ভুললেন না।

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের প্রশংসা করে চান্দিমাল বলেন, `হাথুরুসিংহের সঙ্গে কাজ করাটা সবসময়ই সম্মান এবং আনন্দের। তিনি জ্ঞানী। একজন খেলোয়াড় হিসেবে আমাদের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তিনি সম্পদ। আমি নিশ্চিত তিনি ভবিষ্যতে ভালো করবেন।`

 

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি