ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

১০ উইকেটে পরাজয়ের ‘ডজন’ পূর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৪২, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

হারেরও রেকর্ড করেছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে হারের মাধ্যমে এবার ১০ উইকেটে পরাজয়ের ডজন পূর্ণ হলো। চলমান সিরিজে বাংলাদেশ পেয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের হিসাবে সব চেয়ে বড় জয়। আর সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই শেষ ম্যাচে পেল ১০ উইকেটের বড় পরাজয়। 

১০ উইকেটের এমন পরাজয় নতুন কিছু নয়। এর আগেও ১১বার বাংলাদেশ এমন হারের মুখোমুখি হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে এবারের হারে ১২তম বারে পূর্ণ হলো।

ওয়ানডে ক্রিকেটে ১০ উইকেটে বাংলাদেশ প্রথম হেরে ছিল ২০০২ সালে। দক্ষিণ আফ্রিকা বেনোনিতে বাংলাদেশের ১৫৫ রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করছিল সবকটি উইকেট হাতে রেখেই। প্রোটিয়ারা মোট তিনবার টাইগারদের বিপক্ষে পেয়েছে ১০ উইকেটের জয়। শ্রীলঙ্কাও বাংলাদেশকে ১০ উইকেটে হারাল এই নিয়ে তৃতীয়বার। 

চলমান ম্যাচে বল গড়িয়েছেই মাত্র ৩৫.৫ ওভার! ৮৩ রানের লক্ষ্যমাত্রা শ্রীলঙ্কা দল ছুঁয়েছে ৭১ বলেই! ২২৯ বল হাতে রেখে পাওয়া লঙ্কানদের এই জয় বলের হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। ২০০৭ সালে ব্র্যান্ডন ম্যাককালামের ঝড়ে নিউজিল্যান্ড ঘরের মাঠে সাকিবদের বিপক্ষে জয় পেয়েছিল ২৬৪ বল হাতে রেখেই। 

বাংলাদেশ সর্বশেষ ১০ উইকেটের ব্যবধানে হেরেছিল গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে। সেখানে হাশিম আমলা ও কুইন্টন ডি ককের জোড়া সেঞ্চুরিতে ২৭৮ রান টপকে বড় ব্যবধানে বাংলাদেশকে হারায় তারা।

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি