ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

আইপিএলে ২ কোটিতে সাকিব, দল পেলেন না গেইল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২৭ জানুয়ারি ২০১৮

আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সফল সাকিব আল হাসান সাত বছর খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। ২০০৮ সাল থেকে কেকেআরে খেলা এই টাইগার এবার জার্সি বদল করবেন। কলকাতা ছেড়ে দেয়ায় আজ শনিবার সাকিবকে মাত্র ২ কোটি রুপিতেই পেয়ে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে, আশ্চর্যজনক ভাবে প্রথম দিনে দল পাননি ক্রিস গেইল।

বেঙ্গালুরুতে বসা ১১তম আইপিএল নিলাম আসরে মোট ৫৮০ জন ক্রিকেটার উঠছেন নিলামে। ফ্র্যা়ঞ্চাইজিগুলো সব চেয়ে কম ১৮ জনের জন্য বিড করতে পারবে। সব চেয়ে বেশি ২৫ জন। প্রতিটি ফ্র্যা়ঞ্চাইজি সর্বোচ্চ ৬০ কোটি খরচ করতে পারবে। দলে সব চেয়ে বেশি ৮ জন বিদেশি রাখা যাবে। ২৭ ও ২৮ জানুয়ারি দুই দিন ধরে চলবে নিলাম।

নিলামের শুরুতেই চমক দিল রাজস্থান রয়্যালস। ১২ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিলো বেন স্টোকসকে। ৭ কোটি ৬০ লক্ষ টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে দলে নিল কিঙ্গস ইলেভেন পঞ্জাব। ১কোটি ৬০ লক্ষ টাকায় পঞ্জাবের দলটি দলে নিয়ে ফাপ দু`প্লেসিকেও।

কলকাতা নাইট রাইডার্সে এলেন অসি পেস তারকা মিচেল স্টার্ক। আইপিএল নিলামের মার্কি খেলোয়াড়দের নিলামের প্রথম পর্বে একমাত্র অস্ট্রেলিয়ান এই পেস তারকাকেই তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৯ কোটি ৪০ লক্ষ টাকায় স্টার্ককে কিনেছে শাহরুখ খানের দল। অন্যান্যবারের মতো এবারেও নিলামে মেপে পা ফেলছে কেকেআর।

প্রথম পর্বের নিলামে সব চেয়ে বড় চমক সম্ভবত ক্রিস গেলের দল না পাওয়া। ২ কোটি টাকা বেস প্রাইস রাখা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ তারকার জন্য। কিন্তু আইপিএল-এর কোনও দলই গেইলকে পেতে ঝাঁপায়নি।

শনিবারের পর রোববারও চলবে নিলাম।

সূত্র: আনন্দবাজার

একে// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি