ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ব্যাটিংয়ে শুভ সূচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শ্রীলংকার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ শুরু হয়ে গেছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ ও দ্বিতীয় টেস্টের দু:স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ব্যাটিংয়ে শুভ সূচনা হয়েছে টাইগারদের।

টি-টুয়েন্টিতে সাম্প্রতিক পারফরমেন্স নেহায়েত খারাপ নয় টাইগারদের। ব্যাটিং-বোলিং মিলিয়ে টি-টুয়েন্টি টিমও এক ধরনের ব্যালান্সড বলা চলে। তবে দলের একাধিক অভিজ্ঞ খেলোয়ার ইনজুরিতে থাকায় বেকায়দায় পড়ে গেছে।     

এ সিরিজের শুরুটা হলো টস জয়ের মধ্য দিয়ে। লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমালের সঙ্গে কয়েন নিক্ষেপ করতে নেমে জিতলেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।

ব্যাটিংয়ে শুভ সূচনা এনে দিয়েছেন ওপেনার সৌম্য ও অভিষেক হওয়া জাকির হোসেন। সৌম্য স্বভাবসুলভ মারকুটে ব্যাট করছেন। আর জাকিরও দেখেশুনে তাকে ভালো সঙ্গ দিচ্ছেন।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৪৬ কোনো উইকেট না হারিয়ে। ওপেনিংয়ে নামা সৌম্য ব্যাট করছেন ৩১ রানে। সৌম্য চার মেরেছেন ৫ টি ছয় মেরেছেন ১টি। বল খেলেছেন মাত্র ১৪টি। আর অভিষেক হওয়া জাকির ব্যাট করছেন ১০ রানে। দ্বিতীয় ওভারের খেলা চলছে।

সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি