ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

দুই ওপেনারে ঝড়ো শুরু শ্রীলঙ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:০১, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শুভ সূচনা করেছে সফরকারী শ্রীংলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯৩ রান সংগ্রহ করেছে। ব্যক্তিগত ৩৮ রানে ক্রিজে রয়েছেন লঙ্কান ওপেনার দানুষ্কা গুনাথিলাকা। ২৯ বলে ৫০ রান করে ব্যাট করেছেন আরেক ওপেনার কুশলা মেন্ডিস।

সফলতার দেখা পাননি বাংলাদেশের কোনো বোলারই। সেই সাথে রান রেটেও খুব খরুচে বোলারের পরিচয় দিচ্ছেন তারা। তবে দুই বার সফলতার হাতছানি থাকলেও কাজে লাগাতে পারেননি ফিল্ডাররা।

নাজমুল ইসলাম অপুকে ছক্কা হাঁকিয়ে পরের বলে ফিরে যেতে পারতেন দানুশকা গুনাথিলাকা। দারুণ চেষ্টা করেও তার ক্যাচ মুঠোয় নিতে পারেন তামিম ইকবাল।

বাঁহাতি স্পিনার নাজমুলের বলে ড্রাইভ মাটিতে রাখতে পারেননি গুনাথিলাকা। মিড অফে ঝাঁপিয়ে চেষ্টা করেছিলেন তামিম। কিন্তু হাত থেকে ছুটে যায় ক্যাচ। সে সময় ১৫ রানে ছিলেন গুনাথিলাকা।

আর মোহাম্মদ সাইফ উদ্দিনের স্লোয়ার বল ঠিক মতো খেলতে পারেননি গুনাথিলাকা। লাফিয়ে দুই হাতে চেষ্টা করেছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু ক্যাচ নিতে পারেননি। সে সময় ২৮ রানে ছিলেন গুনাথিলাকা। এর আগে ১৫ রানে তামিম ইকবালের হাতে জীবন পেয়েছিলেন তিনি।

 

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশ দলে দুই জনের অভিষেক

আগের ম্যাচে অভিষেক হয়েছিল চার জনের। দ্বিতীয় ম্যাচে দেশের হয়ে প্রথমবারের মতো খেলার সুযোগ পেলেন আরও দুই জন। অভিষেক হচ্ছে মেহেদি হাসান ও আবু জায়েদের। অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদিকে ক্যাপ পরিয়ে দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। আর পেসার জায়েদকে দিয়েছেন রুবেল হোসেন।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফ উদ্দিন, আরিফুল হক, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ, নাজমুল ইসলাম অপু।

শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলকা, কুসল মেন্ডিস, থিসারা পেরেরা, আমিলা আপনসো, দাসুন শানাকা, ইসুরু উদানা, শেহান মাদুশাঙ্কা, আকিলা দনঞ্জয়া, জিবন মেন্ডিস

 

টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি