ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৭, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের মাটিতে আফগানিস্তান অনুর্ধ্ব-১৭ দলের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে অংশ নিতে আগামী ১০ মার্চ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ।

এবারের সিরিজে দু’টি তিনদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান অনুর্ধ্ব-১৭ দল।

১৩ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম তিনদিনের ম্যাচ। ১৮ মার্চ শুরু হবে দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচ। এরপর ২৩, ২৫ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দল: মোহাম্মদ পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), অমিত হাসান (সহ-অধিনায়ক), ফাইজ হাবিব খান অর্ক, প্রান্তিক নওরোচ নাবিল, মোহাম্মদ তাহসিন, সাজ্জাদ হোসেন, প্রিতম কুমার, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরি নিপুন, শাহাদাত হোসেন, মোহাম্মদ রিসাদ হোসেন, ইফতেখার হোসেন, মেহেদি হাসান অনি, মেহেদি হাসান, আসাদুল্লাহ হিল গালিব ও তানজিম হোসেন সাকিব।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি