ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

মুক্তিযুদ্ধকে জানুন ইন্টারনেটে: মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪২, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রেক্ষাপট সম্পর্কে ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা করতে তরুণ প্রজন্মকে পরামর্শ দিয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। 

প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘প্রজেক্ট লন্ডন-১৯৭১’ এর উদ্যোগে ‘কুইজে একাত্তর’ শিরোনামের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শনিবার সকালে ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে  সময় ‘নষ্ট’ না করে দৈনিক এক ঘণ্টা সময় ব্যয় করে মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস জানার পরামর্শ দেন তিনি।

মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে তিনি বলেন, “আজকে যাদের কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, তাদের সবসময় আলাদা করে সম্মান করা উচিৎ। তারা সব আলোচনার ঊর্ধ্বে।”

তিনি পরামর্শ দিয়ে বলেন, “পড়ালেখা, ব্যবসা বা খেলাধুলা, যাই বলি না কেন, প্রতিদিন ১ ঘণ্টা সময় বের করতে পারব না, এটা কিন্তু আমরা বলতে পারব না। প্রতিদিন একটু একটু করে মুক্তিযুদ্ধকে জানলে সবার মনে আবেগের জায়গা তৈরি হবে।”

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি