ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

আজ শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নিদাহাস ট্রফিতে অংশ নিতে বাংলাদেশের ক্রিকেট দল শ্রীলঙ্কায় পাড়ি জামাচ্ছে আজ রোববার। তবে সাকিব আল হাসান থাকছেন না এ সফরে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাকিবের না খেলার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অলরাউন্ডারের বদলে দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নিদাহাস ট্রফিতে সাকিব বিহীন দলে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আগামী ৬ মার্চ কলম্বোতে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা-ভারত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের লিগ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর পয়েন্ট টেবিলে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দল দুইটি ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইমরুল কায়েস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন অপু, আরিফুল হক, রুবেল হোসেন, আবু হায়হার রনি, আবু জায়েদ রাহী, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ।

নিদাহাস ট্রফির সূচি

৬ মার্চ : শ্রীলঙ্কা-ভারত

৮ মার্চ : বাংলাদেশ-ভারত

১০ মার্চ : শ্রীলঙ্কা-বাংলাদেশ

১২ মার্চ : শ্রীলঙ্কা-ভারত

১৪ মার্চ : বাংলাদেশ-ভারত

১৬ মার্চ : শ্রীলঙ্কা-বাংলাদেশ

১৮ মার্চ : ফাইনাল

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি