ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

নিদহাস ট্রফিতে ভারতকে এগিয়ে রাখছে তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪১, ৫ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:৪৩, ৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কার মাটিতে কাল শুরু হতে যাচ্ছে নিদাহাস ট্রফি। এই ট্রফিতে ভারতকে এগিয়ে রাখছেন তামিম।

রোববার পি সারা ওভালে অনুশীলনের আগে তামিম ইকবাল ভারতকে এগিয়ে রাখার কথা জানান।

এ সময় তিনি বলেন, ‘ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ কমিয়ে দেয় বড়-ছোট দলের ব্যবধান। এই সংস্করণে যেকোনো দল বা যেকোনো খেলোয়াড় সব ছবি বদলে দিতে পারে ‘ নিজেদের ভালো করার বিষয়ে তিনি বলেন, ‘যেভাবে আমরা চাচ্ছি হয়তো সেভাবে খেলতে পারিনি গত কিছুদিন। যদি প্রথম ম্যাচটা ভালোভাবে শুরু করতে পারি, চিত্রটা রাতারাতি বদলেও যেতে পারে।’

তামিমের ফেভারিটের বিষয়টি রোহিত শর্মাকে জানালে তিনি বেলেন, এটা আপনাদের আলোচনার বিষয়। তবে আমাদের ভাবনার কথা যদি বলেন, চান্ডিমাল-মাহমুদউল্লাহ সবাই একইভাবে ভাবছে। টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট নিজের দিনে ভালো খেললে আপনি যেকোনো দলকেই হারাতে পারেন। টি-টোয়েন্টিতে অন্তত ফেবারিট-তত্ত্ব খাটে না।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি