ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

শ্রীলঙ্কাকে ১৭৫ রানের টার্গেট দিল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ৬ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:০৮, ৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় নিদাহাস টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং শেষে স্বাগতিকদের জন্য ১৭৫ রানের টার্গেট দিল সফরকারী ভারত।

এর আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে হেরে শ্রীলঙ্কার আমন্ত্রণে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৪ রান সংগ্রহ করে ভারত।

বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা রোহিত শর্মাকে হারিয়ে ইনিংসের শুরুতেই বিপাকে পরে ভারত।

এরপরেই দ্রুত সাজঘরের পথ দেখেন সুরেশ রায়না। তবে রানের চাকা সচল রাখেন শেখর ধাওয়ান। ৪৯ বলে ৯০ রানের ঝড়ো ইনিংস খেলেন ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যান।

এছাড়াও মনিশ পান্ডে ৩৭ আর প্যান্ট ২৩ রান করেন।

লঙ্কান বোলার চামিরা ২টি এবং ফার্নান্ডো, মেন্ডিস এবং গুনাথিলাকা ১টি করে উইকেট নেন।

 এসএইচএস/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি