ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

নারী এবং পুরুষ সমান নন: বিরাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের জন্য টুইটারে বিশেষ মেসেজ দিয়েছেন বিরাট কোহালি। সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করলেন তাঁর জীবনের অসাধারণ এক নারীকে।

বিরাটের সেই বিশেষ নারী কে হতে পারে? উত্তরটা সবারই জানা। বিরাটের জীবনের অনন্য সেই নারী  হলেন অনুষ্কা শর্মা। বিরাটের ভাষায় যিনি ‘বেটার দ্যান ইকুয়াল।’

বিরাট একটি ভিডিও বার্তায় বলেন, নারী এবং পুরুষ সমান নন। সেটা হলে আমার ভালোই লাগত। যৌন নির্যাতন, গার্হস্থ্য হিংসা, হুমকি… তালিকাটা লম্বা। এ সব কিছু সামলেও জীবনের সব পথেই মেয়েরা উজ্জ্বল। এখনও ভাবছেন মেয়েরা সমান? না, তাঁরা সমানের থেকেও বেশি কিছু। বিশ্বের সব মেয়েদের জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। প্রত্যেকদিনই নারী দিবস…।’

সবার প্রতি লক্ষ্য করে বিরাট টুইট করে লিখেন, “আপনার জীবনের সবচেয়ে অনন্য নারীকে  ট্যাগ করুন।”

 কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি