ঢাকা, মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫

শেষ ওভারের উত্তেজনা নিয়ে যা বললেন মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ১৭ মার্চ ২০১৮ | আপডেট: ১২:২৫, ১৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

অনেক নাটকীয়তার পর নিদাহাস ট্রফির ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। তবে এ জয়ের পেছনে রয়েছে মাহমুদউল্লাহর এক বলিষ্ঠ আত্মপ্রত্যয়। তার  ১৮ বলে ৪৩ রানের এক ঝড়ো ইনিংসের মাধ্যমে দল জয়ের বন্দরে  পৌঁছে। তবে শেষ ওভারে ঘটে যায় বেশ কিছু কান্ড কারখানা যা ক্রিকেট ইতিহাসে বিরল।

শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১২ রান। কিন্তু শ্রীলঙ্কার শেষ ওভারের প্রথম দুটি বলই বাউন্সার ছিল। বাউন্সার হওয়ার কারণে প্রথম দু’বল ভালোভাবে খেলতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে দ্বিতীয় বলে মুস্তাফিজ আউট হয়ে ফেরেন। কিন্তু টানা দ্বিতীয় বাউন্সারেও নো বল পায়নি বাংলাদেশ। এ নিয়েই শুরু তর্ক যা এক পর্যায়ে  হট্টগোলে রূপ নেয়। 

শেষ ওভারের এই ব্যাপারটাকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সাময়িক উত্তেজনা হিসেবেই দেখছেন । তিনি বলেন, “আজ সকালে উঠে দেখেছি। জানি না পুরোপুরি। না জেনে আমাদের মতামত দেওয়া ঠিক হবে না। আর যেটা হয়েছে মাঠে “হিট অব দ্য মোমেন্ট” বলতে পারেন। নো বলটা আমাদের পক্ষে আসা উচিত ছিল। টি-টোয়েন্টিতে দুই বাউন্সার তো নিয়মে নাই। হয়তো আরেকটু সংযত হলে ভালো হতো। কিন্তু যেটা বললাম, ‘হিট অব দ্য মোমেন্টে’ হয়ে গেছে।”

তিনি বলেন, “চার বলে যখন ১২ লাগবে। তখন রিয়াদ প্রথম চারটা মারল। তখন মনে হয়েছে সম্ভব। তারপর রিয়াদ যেভাবে খেলেছে, অসাধারণ। ১৮ বলে ৪৩। প্রথম থেকে এসেই যেভাবে অ্যাটাক করেছে, ওটা ছিল দারুণ।”

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি