ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সৌম্যর ওপর দায় চাপাতে নারাজ মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ১৯ মার্চ ২০১৮

ঢাকায় ফিরে সংবাদ সম্মেলনে মুশফিক

ঢাকায় ফিরে সংবাদ সম্মেলনে মুশফিক

Ekushey Television Ltd.

গতরাতে প্রেমাদাসায় নতুন এক অধ্যায় রচিত হতে পারতো। ভারতের বিপক্ষে ফাইনালে অচলায়তন ভাঙতে পারতো টাইগারদের। যদি ছোট্ট কিছু ভুল এড়ানো যেতো। বিশেষ করে ১৯ তম ওভারে রুবেল ২৩ রান না দিলে এবং বেশ কয়েকটি রান আউটের সুযোগ কাজে লাগানো গেলে। সেটি আর হয়ে উঠেনি। তাই একবুক কষ্ট বুকে চেয়ে আছে টাইগার ভক্তরা।  
সেই যন্ত্রনা বেদনা নিয়ে সোমবার দুপুরে দেশের মাটিতে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে ৭২ রানের ইনিংস খেলে জয়ের নায়ক হওয়া মুশফিক বিমানবন্দরে। ম্যাচ হারের ব্যখ্যা এসেছে এতে।
যদিও অনেকে ম্যাচ হারের জন্য রুবেল কিংবা সৌম্যকে দোষছেন। কিন্তু ম্যাচ হারার পেছনে সৌম্যকে খলনায়ক বানাতে চান না মুশফিক।

ম্যাচ হারের দায় থাকলে দলের সবার ওপর বর্তায় বলেই মনে করেন মুশফিক, এটা শুধু একজনের জন্য হয়েছে- এটা আমি মনে করি না। বোলাররা মিলে কয়েকটা রান কম দিলেই হয়ে যেত কিংবা ব্যাটসম্যানরা যদি আরও ১০টা রান বেশি করতো তাহলেও সমস্যা হতো না। এটা টিম গেম, একজনের ব্যর্থতা মানে সবারই ব্যর্থতা। আমরা চেষ্টা করবো ভুলগুলো কাটিয়ে উঠতে। সৌম্যর এটাই প্রথম অভিজ্ঞতা। পরে আবার যখন সুযোগ আসবে, আশা করি তখন এর চেয়ে ভালো করবে।’

শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১২ রান। প্রথম পাঁচ বলে সাত রান তুলে নেওয়া ভারতের শেষ বলে প্রয়োজন ছিল পাঁচ রান। কিন্তু শেষ রক্ষা হয়নি মুশফিকদের, কার্তিকের ওভার বাউন্ডারিতে ম্যাচ হেরে যায় বাংলাদেশ। আর তাতেই ভারতকে হারানোর বড় একটি সুযোগ হাতছাড়া করে সাকিবরা। এমন একটি সুযোগ হাতছাড়া করে হতাশা ঝরেছে মুশফিকের কণ্ঠে, ‘আমাদের সুযোগ ছিল, কিন্তু হাতছাড়া করেছি। ভারতকে হারানোর সুযোগ বার বার আসে না। এই টুর্নামেন্টে দুইবার সুযোগ পেয়েছিলাম। কিন্তু হাতছাড়া করলাম। ভবিষ্যতে সুযোগ পেলে কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করবো।’
/এ্রআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি