ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

২০১৯ বিশ্বকাপ: নিশ্চিত আফগান, বাদ পড়ল জিম্বাবুয়ে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ২৩ মার্চ ২০১৮ | আপডেট: ০০:১১, ২৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল ক্রিকেটপ্রেমীদের কাছে। কারণ বিশ্বকাপের ১০ দলের ৯টি চূড়ান্ত। বাকি একটি দলের নাম জানতে ম্যাচের দিকে চোখ রেখেছিল সবার। ম্যাচে জিম্বাবুয়ের অপেক্ষায় ছিল, যদি ম্যাচটা টাই হয় তবেই তারা যেতে পারবে স্বপ্নের বিশ্বকাপে।

কিন্তু আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে আগামী ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো আফগানিস্তান ক্রিকেট দল। অপরদিকে ৩৬ বছর পর কোনো বিশ্বকাপ থেকে বাদ পড়ল জিম্বাবুয়ে।

আফগানিস্তানের এই জয়ে ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে আসে তারা। সুপার সিক্সের শীর্ষ দু’দল খেলবে বিশ্বকাপে। ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ইতিমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় আয়ারল্যান্ড। আফগানিস্তানের বোলারদের নিয়ন্ত্রিন বোলিং-এ ৫০ ওভারে ৭ উইকেটে ২০৯ রান করে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন ওপেনার পল স্ট্রার্লিং। এছাড়া কেভিন ও’ব্রায়ান ৪১ ও নিল ও’ব্রায়ান ৩৬ রান করেন। আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান ৪০ রানে ৩ উইকেট নেন।

জবাবে ৫ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। দলের পক্ষে ওপেনার ও উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদ ৫৪, গুলবাদিন নাইব ৪৫ ও অধিনায়ক আসগর স্তানিকজাই অপরাজিত ৩৯ রান করেন। আয়ারল্যান্ডের সিমি সিং ৩০ রানে ৩ উইকেট নেন।

গত বছর প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলো আফগানিস্তান। গ্রুপ পর্বে ৬ ম্যাচে অংশ নিয়ে মাত্র ১টি জয়ের স্বাদ পেয়েছিলো তারা। জয়টি ছিলো স্কটল্যান্ডের বিপক্ষে।

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি